Latest topics
» BPL 2024 Squad
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeSat Sep 09, 2023 12:42 pm by Cricket_Mad

» PSL 7 to have auction instead of drafting: Reports
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeMon Sep 27, 2021 12:08 am by Cricket_Mad

» Pak to tour BD for 3 T20Is, 2 Tests
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeWed Sep 15, 2021 8:00 am by Cricket_Mad

» Malinga retires from T20Is to end playing career
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeWed Sep 15, 2021 7:49 am by Cricket_Mad

» জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeTue Sep 07, 2021 12:37 pm by Cricket_Mad

» Shakib Al Hasan has started gold business
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeTue Aug 24, 2021 7:42 pm by Cricket_Mad

» The BCB plans to host the BPL in January
জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি I_icon_minitimeMon Aug 23, 2021 6:40 pm by Cricket_Mad


জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি

Go down

জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি Empty জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি

Post by Cricket_Mad Tue Sep 07, 2021 12:37 pm

জাতীয় দলে বাংলাদেশের কোচ চান মাশরাফি 9621335_New%20Project


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম ইকবাল। স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে মুশফিক জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে আর উইকেটকিপিং করবেন না। অভিজ্ঞ দুই ক্রিকেটারের এমন সিদ্ধান্তের পর আলোচনায় এখন টাইগার দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

দেশের ক্রিকেটের এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলের কোচের নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তার মতে হাইপ্রোফাইল নয়, বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি বুঝবে, খেলোয়াড়দের স্টাডি করবে, খেলোয়াড়দের নিবেদনকে সম্মান করবে এমন কোচকেই নিয়োগ দেয়া উচিত।

নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, এ যাবত কালে প্রায় ৯-১০ জন কোচের সাথে কাজ করেছি। আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা কোচ তার নিজের মতো করে কাজ শুরু করে, যেটা করাটাও স্বাভাবিক।

কারণ এক এক জনের কাজের ধরন এক এক রকম। কিন্তু সব সময় দেখেছি প্রত্যেকটি কোচ তার নিজস্ব একজন বা দুইজন প্রিয় খেলোয়াড় বানিয়ে নেয়, যা পরে সিলেক্টর, ক্যাপ্টেন বা অন্য কেউ তাকে আর কিছুই বুঝাতে পারে না বরং সম্পর্কগুলো জটিল হতে থাকে। আর ঐ পছন্দের জন্য সে আবার দুইজনকে এমন অপছন্দ করা শুরু করে যে তাদের আর দেখতেই পারে না।

এক পর্যায়ে এমন জিদ শুরু করে যে প্রয়োজনে চাকরি ছেড়ে দিব, এমন কথা প্রকাশ্যেও শুনেছি কয়েকবার কোচের মুখে। আমার পয়েন্টটা হলো যে কোচের পছন্দ নির্দিষ্ট কিছু খেলোয়াড় হতেই পারে সেটা সব কোচেরই হয়, অন্যান্য দেশেও হয়, এটাই স্বাভাবিক। তবে কখনও সেটা প্রকাশ্যে বুঝতে দেয় না, অনুমান করতে হয়।

কারণ দলের সেরা ৩ ও ৪ জন খেলোয়াড়ই শুধু ম্যাচ জেতায় না। আর জেতালেও আপনি একজনের জন্য আরেকজনকে ছোট করতে পারেন না। দর্শক বা সাংবাদিক অনেক কিছু লিখতেও পারে বলতেও পারে, যেটা একদম নরমাল ব্যাপার।

কোচকে বলা হয় (ফাদার অফ দ্য সাইড), সে সবাইকে দেখে রাখবে, প্রয়োজনে কঠোর হবে আবার দলের স্বার্থে যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে। তার সব কিছুই হতে হবে পজিটিভ, কারও প্রতি কঠোর কারও প্রতি নমনীয় এটা এক রকমের বৈষম্যতে রূপ নেয় আমাদের দেশে। যা গোছানো দলকে অগোছালো করে ফেলে।

এক পর্যায়ে তারা আবার নিজেদের দেশে, না হলে আইপিএল বা আরও ভালো কোন অফার পেয়ে চলে যাবে, কারণ এতো দিনে সে আমাদের দেশের ক্রিকেটকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে নিজের অভিজ্ঞতা বাড়িয়েছে নিজের প্রোফাইল ও ভারী করেছে। আর বেতন তো নিয়েছে মাসে ১২-১৫ লাখ টাকা আর আমাদের কোচগুলো না খেয়ে মরে।

গালিও দেখি আমাদের কোচরাই হজম করে। আর পরে ওনারা চলে গেলে আমরা পড়ি বিপদে। আবার নতুন কোচ নতুন পরীক্ষা নতুন দাবি মেটানো। এভাবেই চলছে বাংলাদেশে কোচদের যাওয়া-আসা।

এবার আবার আসি আমার প্রথম লাইনটায়, কোচ নিয়োগের সময় যে নতুন কোচের ইন্টারভিউ নেওয়া হয় সেখানে আসলে তাকে কি প্রশ্ন করা হয়? বা আদৌ কি করা হয় কোনও প্রশ্ন? নাকি শুধু জানতে চাওয়া হয় তোমার কি করার ইচ্ছা -হয়তো তখন সে কিছু পয়েন্ট তুলে ধরে ওখান থেকে নতুনত্ব কিছু পেলে চিন্তা করে দারুণ কোচ কি সুন্দর প্লানের মতো কোচই হয় না।

আমার তো মনে হয়, ভুল ওখানেই হয়ে যায়। কারণ আমরা মানুষকে বোঝাতে সব সময় হাইপ্রোফাইল কোচ খুঁজি, যা পরে আর কোনও কাজে আসে না।

আমাদের প্রয়োজন আমাদের ক্রিকেট যে ফলো করে বা আমাদের ম্যাক্সিমাম খেলোয়াড়দেরকে নিয়ে স্টাডি করে এসে ইন্টারভিউ দিচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম ধারণা নিয়ে আসা।

তা না হলেও তো বুঝবেই না একজন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ তৈরি করতে কতোদিন লেগেছে। বা অতীতে তাদের অবদান কি। একজন মুস্তাফিজ কিভাবে উঠে এসেছে। বার বার বলেছি আবারও বলছি দলের আগে কখনওই কোন খেলোয়াড় হতে পারে না; ভালো না করলে বাদ পড়তেই হবে।

অফ ফর্ম সব খেলোয়াড়ের জীবনেই যায়, বাদও পড়ে। কিন্তু ম্যানেজমেন্ট থেকে অপমানিত শুধু আমাদের দেশেই বেশি হয়। পারফর্ম না করলে বাদ দিবেন স্বাভাবিক।

আবার তাকে তো সহযোগিতা করতে হবে কিভাবে তাকে ফর্মে আনা যায় বা তাকে মেন্টালি কিভাবে সাপোর্ট করা যায়। কোনও ভাবেই আপনি বুঝতে দিতে পারেন না যে আপনি তাকে আর আপনার সময়কালে দেখতে চান না।

এটার কারণ একটাই কোনও কোচই আমাদের দেশে কাজ করার আগে আমাদের দেশের ক্রিকেট ফলোয়ার না। চাকরির জন্য আসে শেষ হলে চলে যায়। তাই আমার মনে হয়, হাই প্রোফাইল নয়, আমাদের প্রয়োজন আমাদের কোচ, বাংলাদেশের কোচ। একদম নিজস্ব মতামত আপনাকে মানতে হবে তা বলিনি।’


written by: dailycricket.com.bd
Cricket_Mad
Cricket_Mad
Admin

Posts : 314
Join date : 2016-05-08
Age : 30

https://sportsnogor.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum